
চট্টগ্রাম: মাছকে তাজা দেখাতে প্রকাশ্যে মেশানো হচ্ছে বিষাক্ত রং। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বুধবার (৩ মার্চ) আনোয়ারা উপজেলার কালবিবির দিঘীর এবিসি নামের একটি মৎস্য আড়তে এমন চিত্রের দেখা মেলে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই। এবিসি মৎস্য আড়তের মালিক মো. শাহেদ বলছেন, এরা সব সময় মেশায় না, মাছ যদি একটু দূর্বল হয় মাঝে মধ্যে মেশায় আর কি।
স্থানীয়রা জানান, বাঁশখালীর জেলেরা কাপড়ে ব্যবহৃত ক্ষতিকর বিষাক্ত রঙের ড্রামে মাছ ভিজিয়ে পরবর্তীতে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় পাঠায়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, সামুদ্রিক মাছকে সতেজ দেখানোর জন্য কাপড়ে রং পানির সঙ্গে মিশিয়ে তা মাছে ব্যবহার করা আইনত অপরাধ। শিগগিরই উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।