চট্টগ্রাম : চট্টগ্রাম ক্লাবের পাশে জেলা জজের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় হতাহত না হলেও ক্ষয়ক্ষতি নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে চন্দনপুরা ও আগ্রাবাস ফায়ার স্টেশন থেকে ৪ অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর রূপন কান্তি বিশ্বাস বলেন, জেলা জজের বাসভবনে আগুন লাগার ঘটনার খবর পেয়ে আগ্রাবাদ ইউনিটের কর্মীরা অগ্নি নির্বাপণে কাজ করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ajker sokal somdha / আজকের সকাল সন্ধ্যা